সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাকের চাপায় জয়ন্তী উরাঁও (৪০) নামে এক নারী ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। বুধবার সকালে নিমগাছী যৌতুক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়ন্তী উরাঁও উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের প্রফুল উরাঁওয়ের স্ত্রী।
নিহতের স্বামী জানান, ইটভাটায় কাজের জন্য স্ত্রী জয়ন্তীসহ ব্যাটারী চালিত অটোভ্যানযোগে যাচ্ছিলেন। ভ্যানটি নিমগাছী যৌতুক মোড় এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই জয়ন্তী উরাঁও মারা যান।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৮/হিমেল