মেহেরপুরের গাংনীতে ট্রাক ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাংনী-হাটবোয়ালীয়া সড়কের গোপালনগর গ্রামের মাঠের মধ্যে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংনী শহরের উত্তরপাড়া এলাকা সেকেন্দার আলীর ছেলে কসাই জুয়েল হোসেন ও রুয়েরকান্দি গ্রামের আক্কাছ আলীর ছেলে গরু ব্যবসায়ী কালু হোসেন।
এ ঘটনায় ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, কালু হোসেন ও জয়েল গোপালনগর থেকে মোটরসাইকেলে করে গাংনী ফিরছিল। এসময় গোপালনগর পৌঁছালে ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কালু হোসেন ও জুয়েল রাস্তার ওপর ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/০৭ নভেম্বর ২০১৮/আরাফাত