বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে শহরের সরুই এলাকায় জেলা বিএনপির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি শেখ ওহিদুজ্জামান দীপু, সহ-সভাপতি শেখ আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল রহমান শান্ত, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, বিএনপি নেতা মাহবুব মোর্শেদ লালন, শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ দ্বীপসহ অন্যরা।
আলোচনা সভায় নেতারা কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সর্বমহলে গ্রহণযেগ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানান।
বিডি-প্রতিদিন/আবুল কালাম