আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের কৃষকরা এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করছে। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর দেশে কৃষি বিপ্লব ঘটেছে। কৃষককে প্রণোদনা দিয়ে উদ্বুদ্ধ করছে শেখ হাসিনা সরকার। এখন আর কৃষককে সার-বীজের জন্য ছুটতে হয় না, বরং সার-বীজ কৃষকের পিছনে ছুটছে।
তিনি বলেন, চাকরিকে কর্মসংস্থান না ভেবে কৃষির মাধ্যমে কর্মসংস্থান বেছে নিচ্ছেন এখনকার যুবসমাজ। বিভিন্ন খামার ও মৎস্য চাষের মাধ্যমে অনেক বেকার যুবক ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই। তার প্রমাণ হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। সবাই এখন গণভবনে ছুটছেন।
বুধবার বেলা ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস উপজেলার ৩ হাজার ৫২৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে প্রধান অতিথি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভুট্যা, সরিষা, মুগডাল, বিটি বেগুন ও বোরো ধান বীজ এবং এমওপি ও টিএসপি সার বিতরণ করেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে আনিসুর রহমান, হাবিবুর রহমান হাবু ও শাহান পারভেজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আবুল কালাম