একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর ও নোয়াখালী পৌরসভা) আসনের তৃণমূল নেতা-কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদস্য মাহমুদুর রহমান জাবেদ, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটু প্রমুখ।
সভায় ১৩টি ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা আগামী নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি এমপি একরামুল করিম চৌধুরী আগামী নির্বাচনে দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৮/হিমেল