বাগেরহাটের মোরেলগঞ্জে তাওহিদ ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উপজেলা সদরের সিরাজউদ্দিন মেরোরিয়াল সরকারি কলেজের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের ছাত্র তাওহিদ গত ২ নভেম্বর নিখোঁজ হন। তিনি বদনীভাঙ্গা গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে।
এ বিষয়ে তাওহিদের মা রেকসোনা বেগম বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, তাওহিদকে খুঁজে পেতে আমরা দাফতরিক কার্যক্রম শুরু করেছি।
রেকসোনা বেগম বলেন, গত শুক্রবার খুলনায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তাওহিদ। শনিবার তার ফোন খোলা থাকলেও রিসিভ হয়নি। রবিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে তাওহিদ জানায় যে, ‘তাকে ফেনিতে দুই মহিলা আটক করে রেখেছে’। এর পরে আর তার ফোন খোলা পাওয়া যায়নি।
তাওহিদের পিতা আবু বকর ভারতে চাকরি করেন। মা রেকসোনা ছেলের সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম