চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমির (সহ-সভাপতি) দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যানসহ জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, বুধবার দুপুরে নাশকতার অভিযোগে দামুড়হুদা উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির (সহসভাপতি)। পরে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া একই অভিযোগে জামায়াতের সক্রিয় কর্মী উপজেলার কুড়–লগাছি ইউপির সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দীন এবং একই উপজেলার কুনিয়া চাঁদপুর গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আরও ৩৫ জন নেতাকর্মীকে আটক করা হয় করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ১১টি ককটেলসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র। আটককৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার