নাশকতার মামলায় বগুড়ার কাহালু থানা পুলিশ মঙ্গলবার রাতে কাহালু বাজার এলাকা থেকে উপজেলা যুব দলের আহবায়ক জিল্লুর রহমান (৪২), ছাত্রদল নেতা ফাহিম আহম্মেদ সুমন (২৩) ও রাফিবুল ইসলাম রাকিবকে (২২) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জিল্লুর রহমান কাহালু পৌর শহরের পাল্লাপাড়া গ্রামের মৃত. ইসমাইল হোসেন ওরফে ইসি প্রাং এর ছেলে, রাফিবুল ইসলাম (রাকিব) পৌর শহরের সাগাটিয়া গ্রামের খয়বর আলীর ছেলে ও ফাহিম আহম্মেদ সুমন উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত কবির জানান, নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার