বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে যে কোন নাশকতামূলক কর্মকান্ড এড়াতে সিরাজগঞ্জে র্যাবের টহল জোরদার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটা থেকে জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি টহল শুরু হয়েছে। জেলা ও উপজেলা শহর ছাড়াও মহাসড়কে পিকআপ ভ্যান এবং মোটর সাইকেলযোগে টহল চালিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা।
র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক (সিও) উইং কমান্ডার আব্দুল আহাদ বলেন, নির্বাচন তফশিলকে কেন্দ্র করে একটি মহল বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে। কেউ যাতে বিশৃংখলা পরিবেশ তৈরী করতে না পারে সে জন্য টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দেশের ক্রান্তিকালীন সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে র্যাব নিয়মিত দায়িত্ব পালন করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন