নাটোরে আলোচনা সভার মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। আজ বুধবার শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সরকারের গুম-খুন-দুর্নীতি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলা-জরিমানার প্রতিবাদ জানিয়ে বলেন, ঘরে বসে থাকার সময় নেই। মাঠে নামতে হবে। বিজয় ছিনিয়ে আনতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার