বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্বশুর বাড়ি থেকে জামাই সুরেন্দ্র নাথ বাংলার (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার বেলা ১১টায় শোয়ার ঘর থেকে গলায় ধুতির কাপড় পেচানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সুরেন্দ্র নাথ উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং হাজারকি গ্রামের সরৎ চন্দ্রের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজরকি গ্রামে শ্বশুর দিগেন্দ্র নাথের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে শ্বশুর বাড়িতে নিজ শোয়ার ঘরের ভেতর তীরের সাথে গলায় ধুতির কাপড় পেঁচিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সুরেন্দ্র নাথের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরেন্দ্র নাথের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বভাবিক মৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার