দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূপতিনাথ রায় নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কের চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ভূপতিনাথ রায় (৪০) দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থ বিভাগের প্রভাষক ছিলেন এবং তার বাড়ী সদর উপজেলার ঝানঝিরা এলাকায়।
দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান সত্যতা স্বীকার করে জানান, বুধবার দুপুরে দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ে ভূপতিনাথ রায় দাওয়াতে চিরিরবন্দর যাচ্ছিলেন। পথিমধ্যে ওই সড়কের চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাট এলাকায় পিছন থেকে একটি ট্রাক ওভারটেক করার সময় ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনার পথেই মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার