বগুড়ার মোকামতলায় ৫ কেজি গাঁজাসহ ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- বগুড়ার শেরপুর থানার ছাতিয়ান গ্রামের মৃত. আ. হালিমের স্ত্রী লতা বেগম (৩৬) ও সারিয়াকান্দি থানার পাঁচবোয়াল গ্রামের খোকন মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৩৬)।
বগুড়ান শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, তদন্ত কেন্দ্রের এস.আই শামীম আক্তার সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি কোচ তল্লাশি করে ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে প্ররণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার