বরিশাল নগরীর ডেফুলিয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পাইপগানসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নগরীর বিমানবন্দর থানা পুলিশ ওই অস্ত্র-গুলি উদ্ধার করে।
বিমানবন্দর থানার এসআই অরবিন্দ বিশ্বাস জানান, স্থানীয়রা ডেফুলিয়া এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগ তল্লাশি করে একটি পাইপগান এবং ১২ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার