দিনাজপুর হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হিন্দু সম্পদ্রায়ের ধর্মীয় অনুষ্ঠান দ্বিপাবলী (কালিপুজা) উপলক্ষ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার দুপুর ১২টার দিকে হাকিমপুরের হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় ভারতের হিলি ১৯৯ বিএসএফ কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর রহিত পান, বিজিবি’র হিলি সিপি কোম্পানী কমান্ডার এটিএম মোস্তফাকে মিষ্টি উপহার দিয়ে দ্বিপাবলীর শুভেচ্ছা জানান এবং উভয়ের মধ্যে কুশল বিনিময় করেন।
হিলি সীমান্তে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ-সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের ধর্মীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান গুলোতে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে আসছে।
এদিকে, দিনাজপুর জেলার বিভিন্ন কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা সহস্র প্রদীপ জ্বালিয়ে ও আতশবাজির মাধ্যমে দীপাবলি উৎসব ও শ্যামাপূজা উদযাপন করেছে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর/বাজিত হোসেন