ফরিদপুরের বোয়ালমারীতে মাঠ পর্যায়ে নিয়োজিত ১০ জন লিফের মাঝে (স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মী) মোবাইল ট্যাবলেট ও সিম বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুমে মৎস্য অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেইজ (প্রজেক্ট-এনএটিপি-২) প্রকল্পের আওতায় মোবাইল ট্যাবলেট ও সিম বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক অজিত কুমার পাল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর/বাজিত হোসেন