নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা করেছেন শাশুড়ি জমেলা বেগম। এর আগে ওইদিন সন্ধ্যায় বিষপানে আত্মহত্যা করে কবির হোসেনের দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগম।
খাদিজা টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লালাপাড়া গ্রামের সবুর মিয়া মেয়ে। এ ঘটনায় খাদিজার স্বামী কবির হোসেকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, প্রায় ৪ মাস আগে খাদিজা বেগম ও কবির হোসেন পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুক দাবি করে কবির হোসেন। খাদিজার দরিদ্র বাবা টাকা দিতে না পারায় নানারকম ভাবে নির্যাতন করে কবির ও তার পরিবার। মঙ্গলবার বিকেলে আবারো নির্যাতন করলে সবার অগোচরে গ্যাস ট্যাবলেট খায় খাদিজা বেগম। অসুস্থ খাদিজাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, আত্মহত্যার প্ররচণার অভিযোগে দায়েরকৃত মামলায় গৃহবধূর স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার