ফরিদপুরের চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৬ বছর বয়সী এক কিশোরী। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনা কাকলী ঐ মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাল্যবিয়ের খবর পাই। প্রাথমিক সমাপনী পরীক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকার কারণে তিনি মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঐ স্থানে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করার জন্য নির্দেশ দেন। বিয়ের আয়োজন বন্ধ শেষে বিকেল ৫ টার দিকে ঐ মেয়ে, তার বাবা ও দাদাকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর তাদের কাছ হতে ১৮ বছর বয়সের আগে ঐ কিশোরীর বিয়ের আয়োজন বা কোনো প্রকার বিয়ের কার্যক্রম করা হবে না এ মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন