মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২৪ জন আহত। টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত নয়জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে নূরু বাউল গ্রুপ ও নাছির মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পর্যায়ক্রমে ৪/৫ টি গ্রামে দুই পক্ষের সংর্ঘষ ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন মিলন (৩০), আসাদ মোল্লা (৪৫), জামাল মোল্লা (৫০), মাসুম (৪০), খোকন সরকার (৪৫), আক্তার মুন্সী (২৮), জাকারিয়া (২২), আক্তার মোল্লা (২৮), মজিবর মুন্সী (৫৫), মোতাহার হোসেন।
পরে সিরাজদিখান থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়াও পার্শ্ববর্তী শ্রীনগর ও টঙ্গিবাড়ির থানা পুলিশও এর সঙ্গে যোগ দিলে পরিস্থিততি বেলা সাড়ে ১১ টায় নিয়ন্ত্রণ আসে। এর ফলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।
সিরাজদিখান সার্কেল সিনিয়র এএসপি আসাদুজ্জামান জানান, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীনগর ও টঙ্গিবাড়ির থানা পুলিশের সহায়তা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন