কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবীতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসবের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত উৎসবে মাথায় পাথাল দিয়ে হাতে কাস্তে নিয়ে ধান কাটেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক উৎসব ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
গ্রামাঞ্চলে গিয়ে জেলা কর্মকর্তাদের ধান কাটা দেখতে মাঠে গ্রামের কৃষক-কৃষাণীরা ভিড় করেন।
অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, কৃষি কর্মকর্তারা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বাহালুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন