নরসিংদীর পশ্চিমকান্দা পাড়ায় প্রকাশ্য দিবালোকে সন্তানের গলায় ছুরি রেখে এক বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। বৃহস্পতিবার সকাল ১১টা দিকে পৌর শহরের পশ্চিমকান্দা এলাকায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে ৪/৫ জনের একটি ডাকাত দল পশ্চিমকান্দা পাড়া এলাকার স্বপন সাহার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের জন্য সন্তানের গলায় ছুরি চালানোর চেষ্টা করে। পরে আলমারিতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
ডাকাতির বিষয়ে স্বপনের স্ত্রী জানান, হঠাৎ ৪/৫ জন লোক অস্ত্র-সস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে টাকা ও স্বর্ণালঙ্কার বের করে দেয়ার জন্য আমার সন্তানের গলায় ছুরি চালানোর চেষ্টা করে। পরে কোথায় কী আছে তা বলে দিতে বাধ্য হয়। পরে তারা আলমারি থেকে সব কিছু লুট করে নিয়ে পালিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান বলেন, বিষয়টি খোজ নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এখানে চুরি, ডাকাতি নাকি অন্য কোনো বিষয় রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন