বরিশালের মুলাদী উপজেলার কাজীরহাট এলাকায় টেম্পো উল্টে রিপন শিকদার (৩২) নামে এক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রিপন ওই উপজেলার দড়িরচর এলাকার হোসেন শিকদারের ছেলে।
মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, কাজীরহাট থেকে খালি টেম্পো চালিয়ে রিপন মীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজীরহাট ঈদগাহ এলাকা অতিক্রমকালে টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালক রিপন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন