ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ধলেশ্বরী নদী দখল করে গড়ে ওঠা ৩০টি ইটভাটার অবৈধ বাঁশের পাইলিং উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দর। দু’দিন ধরে চলা অভিযানের আজ বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন।
বিআইডব্লিউটিএ'র জাহাজ অগ্রণী, একটি এক্সাভেটর (ভেকু), একটি টাগবোটসহ বিপুল সংখ্যক উচ্ছেদ কর্মী, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যরা উচ্ছেদে সহযোগিতা করেছে।
বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল্লাহ জানান, দু’দিনের অভিযানে ৩০টি ইটভাটার দখলকৃত বাশের পাইলিং উচ্ছেদ ও ভরাটকৃত বালু উত্তোলনের মাধ্যমে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হয়েছে। নদী দখলকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ ও মো. শাহআলম, জিল্লুর রহমান প্রমূখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন