ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় বোরহান মোড়ল (২২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনয়নের দেবরাজ গ্রামের মোয়াজ্জেম মোড়লের ছেলে।
জানা যায়,শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরের টেকেরহাট থেকে সূচনা পরিবহনের একটি বাস মাদারীপুরে যাওয়ার পথে সাধুর ব্রিজ এলাকায় যাত্রী তোলার জন্য থামে।এসময় খুলনা-মাদারীপুরগামী রূপসী পরিবহনের একটি দূরপাল্লার বাস সেখানে আসলে কোনো লোকাল যাত্রী তুলছে কি না তা জানার জন্য চলন্ত রূপসী পরিবহনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে চাকায় পিষ্ঠ হন বোরহান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে লাশ মাদারীপুর নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহাফুজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তাদের জানা নেই।
বিডি প্রতিদিন/কালাম