বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির আয়োজনে পঞ্চগড়ে পরিবেশ ও উন্নয়ন ভাবনা শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সকালে এই সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আযম।
সংগঠনটির সভাপতি অধ্যাপক শেখ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে পরপর তিনটি প্রবন্ধ উপস্থাপিত হয়। শুরুতে পঞ্চগড় জেলার শিক্ষার পরিবেশ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইঞা। ঐতিহাসিক করোতোয়া নদীর অতীত,বর্তমান,ভবিষ্যৎ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং পঞ্চগড়ের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক প্রবন্ধ পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুজিবর রহমান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মেসবাহ-উস-সালেহিন,এস মোক্তাদির,ড. শেখ মেহেদী মোহাম্মদএবং তৌহিদুল বারী।
এছাড়া পঞ্চগড় আইনজীবী সমিতির সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল,নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার,মকবুলার রহমান সরকারি কলেজের অধক্ষ্য অধ্যাপক এম দেলোয়ার হোসেন প্রধান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কানাইলাল কুন্ডুসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষকশিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কালাম