বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
শুক্রবার নগরীর বিভিন্ন জায়গায় ১০ টিরও অধিক বাস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আনা-নেওয়া করে।
আজ শনিবার দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত বাসগুলো নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রূপাতলী সহ বিভিন্ন স্থান ঘুরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্রে আনা-নেওয়া করবে।
যানবাহন কম থাকায় এই বিনামূল্যে বাস সার্ভিস চালু করায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাসগুলো সঠিকপথে চলাচলের জন্য প্রতিটি বাসে একজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের আসন খুঁজে দেওয়া সহ সার্বিক সহযোগীতা করেছে বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন