ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শহরে একটি পরিত্যক্ত কুয়া থেকে গলায় ওরনা পেচানো এক অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। শুক্রবার বেলা ২টার দিকে পৌর এলাকার একটি পরিত্যাক্ত কুয়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের নবারুণ বিদ্যানিকেতনের পেছনে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসা সংলগ্ন পরিত্যক্ত কুয়া থেকে লাশটি উদ্ধার করা হয়। পঁচে যাওয়ায় লাশের মুখমন্ডল বিকৃত। এখনও লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৮/হিমেল