ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে নুর ইসলাম (২০) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি হলুদ ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে। নুর ইসলাম ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে খোশবাজার কামিল মাদ্রাসার থেকে আলীম পরীক্ষার্থী।
ওই ছাত্রের অভিভাবকরা জানায়, গেল রাত ১২টার দিকে বাহির থেকে ফোন আসলে নুর ইসলাম ঘর থেকে বেরিয়ে যায়। এর পর আর ফেরেনি। রাতেই বাড়ির পাশের একটি হলুদ ক্ষেতে নুর ইসলামের চিৎকার শুনতে পায় এলাকার মানুষ। সেখানে গিয়ে ওই ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থলেই মারা যায় সে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।
কি কারণে এ হত্যাকাণ্ড পরিবারের পক্ষ থেকে ও পুলিশ তা জানাতে পারেনি। তবে হত্যার রহস্য তদন্ত করে উদ্ধার করা হবে বলে জানান ঠাকুরগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন