শনিবার বগুড়া শহরের কলোনী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি। শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এই শীত বস্ত্র বিতরণ করেন।
বগুড়া শহর বিএনপির ১২ নং ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সভাপতি মাহবুবর রহমান বকুল, ওয়ার্ড সাধারণ সম্পাদক রাজু বাহার, বিএনপি নেতা জিন্নারাইন, অ্যাডভোকেট মতিউর রহমান, এনামুল হক সুমন, আজিজুর রহমান রিপন, ছাত্রদল নেতা আবু জাফর জেম্স, শিমুল ইসলাম জকি, শানু বেগম, আয়েশা রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর