বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে অগ্নিকাণ্ডে কাপড় ও মিষ্টির দোকানসহ ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার ভোর ৫টায় অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। চুলা আগুন থেকে অসাবধানতার কারণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
বগুড়ার শিবগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ লিডার আব্দুল হামিদ জানান, মহাস্থান হাটের মিষ্টি পট্টিতে ভোর ৫টায় কোনো এক মিষ্টির দোকানের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন ধীরে ধীরে অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস শিবগঞ্জ ও বগুড়া ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাকে ব্যবসায়িরা জানিয়েছেন ব্যবসায়ীদের ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
বগুড়ার শিবগঞ্জ থানা ওসি মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে সহযোগিতা করার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সংসদ শরিফুল ইসলাম জিন্নাহ ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর