স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মানিকগঞ্জের কৃতিসন্তান জাহিদ মালেক স্বপনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এসময় আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিনী সাবানা মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সম্পাদক সুদেব সাহা।
এসময় স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানিকগঞ্জ এখন আর অবহেলিত জেলা নয়। এখানে মেডিকেল কলেজ হয়েছে, রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে জনগণ আবার নৌকায় ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মত কাজ করার কারণে আমাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন দেশে কোনো মানুষ না খেয়ে মরবে না। কেউ বাসস্থান বিহীন থাকবে না। কেউ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবেনা। দেশে এখনো ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন