বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, এলাকার মানুষ সারিয়াকান্দি ও মোকামতলার উন্নয়নে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই দুটি উপজেলার উন্নয়ন করাই হবে আমার প্রধান লক্ষ্য। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি।
শনিবার দুপরে বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালি উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এদেশে উন্নয়নের সূচককে উন্নত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জামায়াত বিএনপি এই দেশকে পিছিয়ে নিয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি জামায়াতের ভরাডুবি হয়েছে। বিএনপি উপজেলা নির্বাচনে না আসলে তাদের ভাঙ্গন সময়ের ব্যাপার।
দলীয় নেতাকর্মীদের উদ্দ্যোশে এমপি মান্নান বলেন, কোথাও কোন অনিয়ম যেন না হয়। দলীয় নেতাকর্মী সকলেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন যেন হয় সে দিকে নজর রাখতে হবে। কোন অভিযোগ অনিয়ম যেন না শোনা যায়।
সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দবির হোসেন মন্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এ্যাড; মিনহাদুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, আওয়ামী লীগ নেতা তৌহিদুল বারি খান রব্বানী, অধ্যক্ষ আব্দুল মালেক, জুলফিকার রহমান টিটো, জাকির হোসেন বেলাল, তাহেরুল ইসলাম, জাকির হোসেন, নবীন আনোয়ার কমরেড, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, জান্নাতুল ফেরদৌস রুম্পা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজেন্দ্র প্রসাদ রাজেন। এর আগে তিনি ৫০ কোটি টাকা ব্যায়ে মোকামতলা-সারিয়াকান্দি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এদিন বিকালে এমপি মান্নান বগুড়া শহরের খোকন পার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর