বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে উন্নয়নে রোড মডেলে পরিণত করেছেন। সরকারের সঠিক উন্নয়ন পরিকল্পনার জন্য এত কম সময়ে এত বেশি উন্নয়ন করা সম্ভব হয়েছে। কারণ বিশ্বের অনেক দেশই আজ আমাদের উন্নয়ন কাজ দেখে অভিভূত। তারা এখন আমাদের উন্নয়ন কাজকে অনুসরণ করছে। আমরা আজ এখানে ঘর দিচ্ছি, এরপর প্রশিক্ষণ দিব। সাবলম্বি হওয়ার জন্য সহযোগিতা দিব। আমরা এখন অনেকটা সাবলম্বি। আসলে বাংলাদেশ এখন কতটা এগিয়ে গেছে দেশের বাহিরে অন্যান্য দেশে গেলে তা সহজে বোঝা যায়।
শনিবার দুপুরে বিরলের রাজারামপুর ইউপি’র হাসিলা গুচ্ছ গ্রামের উদ্বোধনকালে প্রধান অতিথি বাংলাদেশ সরকার এর যুগ্ম সচিব ও গুচ্ছগ্রাম (সিভিআরপি) ২য় পর্যায় এর জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাহবুব উল আলম এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি অধ্যাপক রিয়াজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম, আল্লামা আজাদ ইকবাল লাবু, ইউপি চেয়ারম্যঅন মুকুল চন্দ্র রায়, ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, সমাজসেবক বজলুর রশীদ বাবুল, আনছার আলী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমূখ।
অনুষ্ঠানে ৩০ টি ভূমিহীন পরিবারবারের মাঝে জমির দলিলপত্র ও ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম আজিমপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ও আইসিটি ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তারের উদ্বোধন করেন এবং ফরক্কাবাদ ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে যার জমি আছে ঘর নাই এমন ব্যক্তিদের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করে উপজেলায় নবনির্মিত ৪০০ টি বাড়ীর উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর