“বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের মূল শক্তি” এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে তিনদিন ব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মেলার সমাপনী ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব নার্গিস আক্তার ডলি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান আলফাজ উদ্দিন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শাহ ফখরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। মেলায় বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি উপস্থিত বক্তৃতা ও অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন