সাভার আশুলিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে জহুরুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে দিকে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জহুরুল ইসলাম ধামরাইয়ের কেলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে আশুলিয়ায় দিনমজুরের কাজ করতো। এঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে আশুলিয়ার থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার পলাশবাড়ির সিদ্দিকীর বাড়িতে জুয়া খেলার সময় একশ টাকা নিয়ে দুই বন্ধুর কথা-কাটাকাটির এক পর্যায়ে জহুরুলের তলপেটে ও বিভিন্ন জায়গা ছুড়িকাঘাত করে রেজাউল নামের এক যুবক। পরে স্থানীয় লোকজন এসে জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জহুরুল। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আছাদ মিয়া বলেন, খেলায় টাকা বাজি ধরে হেরে যান। টাকা না দেওয়ায় বন্ধু তাকে মাথায় ও পেটে ছুরি আঘাতে হত্যা করেছে। আমরা ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করি। এ ঘটনার পর থেকে রেজাউল পালাতক রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক বলেন, আমার ছেলেকে নিয়ে হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে। আমি এর বিচার চাই।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, আমরা প্রাথমিক অবস্থায় হত্যায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকার অভিযান চালিয়েছি। হত্যাকাণ্ডের ব্যাপারে সব ধরনের তথ্য পেয়েছি। এর পরেও এ হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন