গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে। এ সমাজ আপনার-আমার-সকলের। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে সকলের সহযোগিতায় পিরোজপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না মাদক-সন্ত্রাস-দুর্নীতি ও হানাহানি।
শনিবার রাতে পিরোজপুর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক শুভেচ্ছ বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রেস ক্লাবের সাথে আমার আত্মার সম্পর্ক, প্রেস ক্লাব আমার নিজস্ব ঘর আর সাংবাদিক বন্ধুরা হচ্ছে আমার সবচেয়ে আপনজন। সংবাদ কর্মীদের যেকোন সুখ-দুঃখে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি।
সংবাদকর্মীদের উদ্যেশে মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সংবাদিকদের ভূমিকা অনেক গুরুত্ব বহন করে। নেতিবাচক সংবাদ পরিহার করে গঠনমূলক সংবাদ পরিবেশন করুন।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এসএম পারভেজ, সাবেক সহ-সভাপতি শিরিনা আফরোজ, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান। প্রেস ক্লাব সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার