আগামী ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়ায় ৪৮টি ভোট কেন্দ্রের মোট ১০২২ জন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজে দুই ভাগে এসব কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৮টি কেন্দ্রের ৩০৫ টি কক্ষে ভোটগ্রহন করা হবে। উপজেলায় মোট এক লাখ দুই হাজার ৬৫৫ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন ৪৮ জন প্রিজাইডিং অফিসার, ৩০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬১০ জন পোলিং অফিসার।
মোট ১০২২ জন ভোট গ্রহন কর্মকর্তা বৃহস্পতিবার প্রশিক্ষণে আচরণবিধি, ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট পেপার প্রদানের উপকরণ, বাতিল ব্যালট পেপার,ভোটদান প্রক্রিয়া, প্রতিবন্ধিদের ভোটদানে সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন।
প্রশিক্ষণ শুরুর সময় সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাসরিন বানু, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ওসি সিরাজুল ইসলাম শেখ ও উপজেলা নির্বাচন অফিসার আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর