চট্টগ্রাম রেঞ্জ আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় বান্দরবান জেলা ৫৯- ২৪ পয়েন্ট ব্যবধানে চাঁদপুর জেলা দলকে হারিয়ে আইজিপি কাবাডি চ্যাম্পিয়ন শীপে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন্সে আয়োজিত কাবাডি টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মোঃ গোলাম ফারুক।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর, বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও চাঁদপুর জেলা পুলিশের পক্ষে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, শিক্ষাবিদ আমীর আলী চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন, ব্যবসায়ী নেতা শাহ মো.আলমগীর খান, নারী নেত্রী পাপড়ি বসু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন