গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল সকালে থানার পাশের বিদ্যালয়ের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পকেট থেকে পাওয়া গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রবেশপত্র দেখে নিহতের পরিচয় মেলে। তার নাম সিজু মিয়া (২৫)। তিনি সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ওই যুবক মোবাইল হারানোর জিডি করার জন্য থানায় এসেছিলেন। বিষয়টি সদর থানার অধীনে হওয়ায় তাকে বুঝিয়ে বিদায় দেওয়া হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে আবার এসে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সাজু মিয়া। এএসআই মহসিন বাধা দিলে তাকে ছুরিকাঘাত করেন তিনি। মহসিনের চিৎকারে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে সাজু পালিয়ে পাশের বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পুকুরে তল্লাশি চালান। পরে গতকাল সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।