রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ, সিয়াম এবং জহুরুল নামে তিনজনকে আটক করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং সদস্য মাজেদুর রহমান ও নুরুন্নবী।
এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়ে তার মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু তারা ছিনতাইকারীদের ধরতে অবহেলা করেছেন বলে দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন ভুক্তভোগী সাংবাদিক। যা অল্প কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।