ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আখাউড়ায় মানববন্ধন হয়েছে। মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া ও মানবাধিকার কমিশন আখাউড়া শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকালে পৌরশহরের সড়ক বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ অর্ধশতাধিক মানুষ অংশ নেয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. রাকিবুল ইসলাম, শেখ মনির হোসেন নিজাম, মানবাধিকার সংগঠনের সভাপতি এন. এস. কবির পলাশ, বাহার খাদেম, আওয়াল আহমেদ, ফরিদ আহমেদ, আবেদ আলী প্রমুখ। বক্তারা মাদ্রাসা ছাত্র নুসরাত রাফি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল