ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামালায় জড়িত সন্দেহে জান্নাতুল আফরোজ নামে এক আলিম পরীক্ষার্থীকে আটক করেছে মামলার তদন্ত সংস্থা পিআইবি। মঙ্গলবার দুপুরে পরীক্ষা শেষে তাকে কেন্দ্রে থেকে আটক করা হয়।
সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব নুরুল আফসার ফারুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছন।
নুসরতা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক শাহআলম জানান, ''আমাদের অনেক গুলো টিম মাঠে কাজ করছে, কোন টিম তাকে আটক করেছে কিনা তা আমার জানা নেই।''
এদিকে সোমবার পিবিআইর হাতে আটক মোহাম্মদ শামীমকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পিবিআই। সন্ধ্যা ৭টা পর্যন্ত রিমান্ড আবেদনের শুনানি হয়নি।
বর্তমানে নুসরাত হত্যা মামলায় জান্নাতুল আফরোজসহ ১৫ আসামি গ্রেফতার হয়েছে। এর মধ্যে ৯ আসামি রিমান্ডে রয়েছে। দুইজন আসামি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছে।
পিবিআইর পরিদর্শক মো. মোনায়েম জানান, এই পর্যন্ত মোট ৯ জনকে রিমান্ডে আনা হয়েছে। তবে তারা কোন তথ্য দিয়েছেন কিনা সে ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৯/মাহবুব