নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাতক্ষীরা। খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ। আজ বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় ফেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসির অভিযোগ তোলেন বক্তারা। ওসি মোয়াজ্জেম তাৎক্ষণিক অধ্যক্ষ সিরাজসহ তার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হতো না নুসরাত জাহান রাফিকে। অবশেষে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবি করে খুনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ও ফাঁসির দাবি জানান বক্তরা ।
মানববন্ধনে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার মুনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আকতার হোসেন, সাংবাদিক তৌহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, সোনিয়া পরভীন শাপলা প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল