ফরিদপুরের বোয়ালমারীর বেলজানী গ্রামে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
বুধবার সকালে স্থানীয় থানা পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১২জনকে গ্রেফতার করেছে। এ সময় ঢাল-সড়কিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, রউফ মাতুব্বরকে পিঠিয়ে গুরুতর আহত করার ঘটনায় তার ছেলে বাবলু মাতুব্বর বাদি হয়ে সবুজ মেম্বার গ্রুপের ৫২জনকে আসামি করে থানায় মামলা করে। মামলা নম্বর ১৬। অপরদিকে হামলা ও ভাংচুর লুটপাটের অভিযোগে সবুজ গ্রুপের ঝিন্না মিয়া বাদি হয়ে (ট্রাক চালক) আলাউদ্দিন মাতুব্বর গ্রুপের ৭০জনকে আসামি করে অভিযোগ দেয়।
বুধবার সকালে মামলা নথিভুক্ত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে বাবলু মাতুব্বরের মামলার আসামি রজব আলী শেখ (৪০), আবু ব্ক্কার মোল্যা (৩২), গোলাম মওলা (১৮) ও জিন্না মিয়ার মামলার আসামি ইয়াসিন মোল্যা (১৮), ধলা মিয়া (৪২), মুছা মোল্যা (১৮), মনিরুজ্জামান (৩০) এবং অজ্ঞাত আসামি হিসেবে ওমর আলী (২০), শাহিন (১৮), শফিকুল (২৮) ও শফিকুল ইসলাকে (১৮) গ্রেফতার করে।
এ সময় আসামিদের বাড়ি থেকে ১৫টি ঢাল, ২০টি সড়কি, ১টি রাম দা, ছোরা ২টি, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. সজিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের বুধবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসমিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন