২০ এপ্রিল, ২০১৯ ১৭:৩৬

মহাসড়কে দুর্ঘটনা সৃষ্টিকারী যানবাহন বন্ধ করতে পুলিশের অভিযান

দিনাজপুর প্রতিনিধি

মহাসড়কে দুর্ঘটনা সৃষ্টিকারী যানবাহন বন্ধ করতে পুলিশের অভিযান

নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে দিনাজপুর পুলিশ মহাসড়কে অটোবাইক, নছিমন, ভটভটিসহ দুর্ঘটনা সৃষ্টিকারী সকল প্রকার যানবাহন বন্ধ করে দেয়ার অভিযান শুরু করেছে। 

শনিবার দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম'র নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার পিপিএ'র নেতৃত্বে দিনাজপুর থেকে রংপুর ও ঢাকা অভিমুখী মহাসড়কে এ অভিযান চালানো হয়।  

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার পিপিএম জানান, নছিমন, ভটভটি, ইজিবাইক মহাসড়ক গুলোতে যানবাহন চলাচলের অন্তরায়। এসব যানবাহনের জন্যই নিত্যদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতেই এসব যানবাহন আর মহাসড়কে চলতে দেয়া হবে না। 

শনিবার কলেজ মোড়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, বটতলীসহ বিভিন্ন মহাসড়কে এ অভিযান চালিয়ে নছিমন ভটভটি, অটোবাইক আটক করা হয় এবং জরিমানাও শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেলও আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওসি (অপরেশন) বজলুর রশীদ, ডিবি ওসি হাবিবুল্লাহসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।

 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর