শিরোনাম
২৩ এপ্রিল, ২০১৯ ১১:৫৭

ভারতে নির্বাচন, সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারতে নির্বাচন, সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতের পশ্চিমবাংলার মালদহ জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এই জন্য মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে সকাল হতে কোন পণ্য বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি।

নির্বাচন উপলক্ষে ভারতের মোহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল স্বাক্ষরিত চিঠিতে আজ মঙ্গলবার আমদানি রফতানি বন্ধের ঘোষণা দেয়া হয়।

ফলে এ বন্দর দিয়ে পণ্যবোঝাই কোন ট্রাক ভারত হতে প্রবেশ করেনি এবং সোনামসজিদ বন্দর হতে কোন পণ্য রফতানি হয়নি।

এদিকে সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মেসবাহ জানান, আমদানি রফতানি বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরে আগে আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে এবং লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ঠিক রাখতে ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর