বান্দরবানের লামায় মো. কামাল (৪৫) নামে এক ব্যবসায়ীকে ছিনতাইয়ের পর মারধর করে মৃত ভেবে ফেলে গেছে দুর্বৃত্তরা। উপজেলার গজালিয়া ইউনিয়নের বুঁড়িরঝিরিস্থ আবু মেম্বারের রাবার বাগানের পাশে রাস্তায় এই ঘটনা ঘটে।
বুধবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ব্যবসায়ী মো. কামাল পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বার আওলিয়া নগর গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।
এই বিষয়ে লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, মাথায় অসংখ্য সেলাই করতে হয়েছে। তার সারা শরীরে অনেক আঘাত আছে। আমরা ভর্তি করে রেখেছি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।
গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। সে এখনো অজ্ঞান থাকায় কোন বিষয় জানা যায়নি। জ্ঞান ফিরে এলে তার বক্তব্য শুনে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল