২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে জিপিএ-৫ এ ছেলেরা ও মেয়েরা প্রায় সমান অবস্থানে রয়েছে। মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৮৫ জন। আর ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৬৩ জন। যশোর বোর্ডে এবার পাসের ৯০.৮৮ শতাংশ ও মোট জিপিএ-৫ ৯ হাজার ৯৪৮ জন।
সোমবার বেলা ১১টায় যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করেন। এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে মোট ১ লাখ ৮২ হাজার ৩১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। ফলাফলে যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এ প্রাপ্তিতে ছেলেরা তুলনামূলক এগিয়ে রয়েছে। ছেলেরা ২৩ হাজার ৭৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৮৬ জন। আর মেয়েরা ১৮ হাজার ৮৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১১ জন। এছাড়া বানিজ্য বিভাগে মেয়েরা ২২০ জন ও ছেলেরা ১১৩ জন জিপিএ-৫ পেয়েছে। তবে মানবিক বিভাগে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা অনেক এগিয়ে রয়েছে। এই বিভাগে মেয়েরা ৫৮ হাজার ৫ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৫৪ জন। আর ছেলেরা ৪৮ হাজার ৩৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৪ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার