দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের দিক থেকে তিন বিভাগেই মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে। সোমবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, পাসের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৬৬ ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিন বিভাগেই পাশের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।
বিজ্ঞান বিভাগে মেয়ের পাশের হার ৯৫.১৭ শতাংশ, আর ছেলেদের পাশের হার ৯২.৯৫। মানবিক বিভাগে মেয়েদের পাশের হার ৭৯.১৫ শতাংশ, আর ছেলেদের পাশের হার ৭০.৮৫ শতাংশ। বানিজ্য বিভাগে মেয়েদের পাসের হার ৯১.৪৪ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৮৪.৭১ শতাংশ।
তবে জিপিএ-৫-এর দিক থেকে ছাত্ররা এগিয়ে রয়েছে। জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ২৩ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৪ হাজার ৮৪১জন ছাত্র, আর ৪ হাজার ১৮২ জন ছাত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার