লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ মে) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত ও বিআরটিএ’র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল